Dhaka International university

২০% ওয়েভারসহ টিউশন ফি প্রদানের সময় বৃদ্ধি প্রসঙ্গে

Published Date :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রশাসনিক ভবন
বাড়ি # ০৪, সড়ক # ০১, ব্লক # এফ, বনানী, ঢাকা-১২১৩।

তারিখঃ ১৯/০৮/২০২০ইং

২০% ওয়েভারসহ টিউশন ফি প্রদানের সময় বৃদ্ধি প্রসঙ্গে

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মে-আগষ্ট-২০২০ সেমিস্টার পর্যন্ত অনেক শিক্ষার্থীর এক বা একাধিক সেমিস্টারের টিউশন ফি বকেয়া রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে উক্ত ওয়েভার সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষ একাধিকবার সময় বৃদ্ধি করেছেন এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দিয়েছেন। বিভাগীয় শিক্ষকগণ শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তারা ওয়েভার সুবিধাসহ টিউশন ফি প্রদানের জন্য সময় বৃদ্ধির সুপারিশ করেছেন। এমতাবস্থায় শিক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে মানবিক দিক বিবেচনায় কর্তৃপক্ষ মে-আগষ্ট-২০২০ সেমিস্টার পর্যন্ত বকেয়া টিউশন ফি ২০% ওয়েভারসহ প্রদানের সময়সীমা ২৫ আগষ্ট, ২০২০ পর্যন্ত বৃদ্ধি করেছেন। উক্ত সময়ের মধ্যে বকেয়া টিউশন ফি পরিশোধ সাপেক্ষে শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে নাম অন্তর্ভূক্তির জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

কর্তৃপক্ষের নির্দেশক্রমে

অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম
রেজিস্ট্রার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।