Dhaka International university

মানোন্নয়ন পরীক্ষার ফরম-ফিলাপ সংক্রান্ত বিজ্ঞপ্তি

Published Date :

বিজ্ঞপ্তি

– মানোন্নয়ন পরীক্ষার ফরম-ফিলাপ সংক্রান্ত –


এতদ্বারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতি শীঘ্রই অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমতাবস্থায় ১১ জুন থেকে ১৮ জুন, ২০২০ইং এর মধ্যে ফি প্রদান সাপেক্ষে শিক্ষার্থীকে অনলাইনে মানোন্নয়ন পরীক্ষার ফরম ফিলাপের জন্য অনুরোধ করা হলো।


উল্লেখ্য, জানুয়ারী-এপ্রিল, ২০২০ইং সেমিস্টারে যেসব শিক্ষার্থী কোন কারণে মিডর্টাম অথবা ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেননি, তারা জানুয়ারী-এপ্রিল, ২০২০ইং সেমিস্টার পর্যন্ত সকল বকেয়া ফি প্রদান করে মানোন্নয়ন পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। কর্তৃপক্ষ করোনাজনিত সংকটের কারণে শিক্ষার্থীদের আর্থিক ও মানবিক দিক বিবেচনায় জানুয়ারী-এপ্রিল, ২০২০ইং সেমিস্টারের মানোন্নয়ন পরীক্ষার ফি মওকুফের সুযোগ দিয়েছেন। তবে ১৮ জুন, ২০২০ইং-এর পর শিক্ষার্থীগণ এ সুযোগ পাবেন না। জানুয়ারী-এপ্রিল, ২০২০ইং সেমিস্টারের পূর্ববর্তী সেমিস্টারসমূহের কোন কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দিতে হলে শিক্ষার্থীকে প্রচলিত নিয়মে পরীক্ষার ফি প্রদান করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। (সকল ইম্প্রোভমেন্ট এক্সাম এর ফী বিকাশ, রকেট বা নগদ এ জমা দেয়ার ক্ষেত্রে রেফারেন্স হিসাবে IM + রেজিস্ট্রেশন নম্বরের ৬ ডিজিট ব্যবহার করতে হবে : যেমন: কোন স্টুডেন্টস এর রেজিস্ট্রেশন নম্বর যদি CS-E-66-18-108891 হয় তা হলে তার ইমপ্রুভমেন্ট এক্সাম এর ফী জমা দেয়ার জন্য রেফারেন্স কোড হিসাবে: IM108891 লিখতে হবে।)


শিক্ষার্থীগণ নিকটবর্তী অনলাইন ব্যাংকে ইউনিভার্সিটির একাউন্টে টাকা জমা দিতে পারবেন {(এক্সিম ব্যাংক লিমিটেড A/c # ০৭৫১১১০০০৩৮৪১২, ০৬১১৩১০০০০২০৪২, ০০২১১১০০২৭১৭৬৯), (মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড A/c # ১১৪০১৩১১৯৫০৩৬৩৩)}, বিকাশ (Merchant # ০১৩০২৬৯০৩৪০), নগদ (Merchant # ০১৩০২৬৯০৩৪০) ও রকেট (Bill ID: ২৯৪৪) এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন (payment manual at httpss://blog.diu.ac)}. এক্ষেত্রে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর কমিশন বাবদ খরচ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বহন করবেন। ফি জমা দেয়ার সময় শিক্ষার্থীগণ তাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষের ছয় ডিজিট অবশ্যই রেফারেন্স হিসাবে উল্লেখ করবেন।


ব্যাংক বা অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীগণ ফি জমা দেয়ার পর নিজের নাম, জমাকৃত টাকার পরিমাণ, বিভাগ, ব্যাচ, সেমিস্টার, রেজিঃ নম্বরের শেষের ছয় ডিজিট ও জমার রশিদ/ডকুমেন্ট সহ নিজ ক্যাম্পাসের হিসাবরক্ষণ কর্মকর্তাকে ম্যাসেজ করে জানাবেন। অবশ্যই জমার রশিদ/ডকুমেন্ট সংরক্ষণ করবেন। ফি জমা দেয়ার সময় শিক্ষার্থীগণ তাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষের ছয় ডিজিট অবশ্যই উল্লেখ করবেন। শিক্ষার্থীগণ ক্যাম্পাসেও হিসাব শাখায় ফি জমা দিতে পারবেন। শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য ক্যাম্পাস সমূহে হিসাবরক্ষণ কর্মকর্তাগণ সকাল ১০.০০টা হতে বিকাল ৬.০০টা পর্যন্ত উপস্থিত থাকবেন।


হিসাব শাখার কর্মকর্তাগণঃ


গ্রীণরোড ক্যাম্পাসঃ
জনাব মোঃ নাজমুল হোসেন, মোবাইলঃ ০১৭১৪৫৫০৮১৬,
জনাব মোঃ আল- আমিন, মোবাইল-০১৯১৪২১৯০৭০

বনানী ক্যাম্পাসঃ
জনাব মোঃ আব্দুর রহিম, মোবাইল-০১৬০০২০১৬৬০, ০১৭১৬৮৩৯৪৬৮

সাতারকুল ক্যাম্পাসঃ
জনাব মোঃ মোমিনুল ইসলাম, মোবাইলঃ ০১৭৩৪৭০৯২৮৫


কর্তৃপক্ষের নির্দেশক্রমে,

অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম
রেজিস্ট্রার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি