Dhaka International university

নোটিশ (সেমিস্টার ফলাফল মূল্যায়ন ও টিউশন ফি প্রদান প্রসঙ্গে)

Published Date :

এতদ্বারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের নিম্নলিখিত ব্যাচসমূহের শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা জনিত সংকটের কারণে ইউনিভার্সিটি বন্ধ থাকলেও সেশনজট থেকে পরিত্রানের লক্ষ্যে ইউজিসি’র নির্দেশনা মোতাবেক অনলাইনে ক্লাস গ্রহন ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে মিডটার্ম রেজাল্টের সঙ্গে এমসিকিউ, কুইজ টেস্ট, ভাইভা, ক্লাস পারফরমেন্স ইত্যাদি গ্রহন ও জানুয়ারি – জুন ২০২০ এবং জানুয়ারি -এপ্রিল ২০২০ সেমিস্টারের ফলাফল চূড়ান্ত মূল্যায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় প্রধানগণ কর্তৃক প্রদত্ত সেমিস্টার মূল্যায়ন শুরুর তারিখ এবং জানুয়ারি – জুন ২০২০ এবং জানুয়ারি – এপ্রিল ২০২০ সেমিস্টার পর্যন্ত বকেয়া ফি প্রদানের সময়সূচী নিম্নে প্রদান করা হলো। এমতাবস্থায় উল্লেখিত সময়সূচী অনুযায়ী সেমিস্টার মূল্যায়নে অংশ গ্রহন এবং বকেয়া ফি জমা দানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


সিএসই বিভাগঃ

এমএসসি ইন সিএসই-ব্যাচঃ ২৩,২৪ ও ২৫

>>টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ০২ জুন ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরুঃ ১২ জুন ২০২০খ্রীঃ


আইন বিভাগঃ

LLM (1Yr)-ব্যাচঃ ৪২ ও ৪৩,

LLM(2 Yr)-ব্যাচঃ ২৬,২৭,২৮,২৯ ও ৩০,

MHRL-ব্যাচঃ ২২,২৩ ও ২৪

>>টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ৩০ জুন ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরু : ১০ জুলাই ২০২০খ্রীঃ


LLB Hons.(১ম শিফট)-ব্যাচঃ ৫৪,৫৫,৫৬,৫৭ ও ৫৮

LLB Hons.(২য় শিফট )-ব্যাচঃ ২৫, ২৬ ও ২৭

>> টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ১০ জুন ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরু : ২০ জুন ২০২০খ্রীঃ


ইংরেজী বিভাগঃ

এমএ ইন ইংলিশ (1Yr)-ব্যাচঃ ২৯ ও ৩০

>>টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ০৭ জুলাই ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরু : ১৭ জুলাই ২০২০খ্রীঃ


ব্যবসায় প্রশাসন বিভাগঃ

আরএমবিএ-ব্যাচঃ ৪৮/A, ৪৯/A,

ইএমবিএ-ব্যাচঃ ৪৫/A

>>টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ০৬ জুন ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরু : ১৬ জুন ২০২০খ্রীঃ


ইএমবিএ-ব্যাচঃ ৪৪/B, ৪৫/B, ৪৬/A, ৪৭/A & ৪৮/A,

আরএমবিএ-ব্যাচঃ ৪৫/B

>>টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ০৭ জুলাই ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরু : ১৭ জুলাই ২০২০খ্রীঃ


বিবিএ (ডে)-ব্যাচঃ ৫১/A, ৫২/A, ৫৩/A ও ৫৪/A

বিবিএ(ইভিনিং)-ব্যাচঃ ৩৬/A, ৩৭/A, ৩৮/A ও ৩৯/A

>>টিউশন ফি জমা দেয়ার শেষ তারিখঃ ১৩ জুন ২০২০খ্রীঃ

>>সেমিস্টার ফলাফল মূল্যায়ন শুরু : ২৩ জুন ২০২০খ্রীঃ


শিক্ষার্থীগণ নিকটবর্তী অনলাইন ব্যাংকে ইউনিভার্সিটির একাউন্টে টাকা জমা দিতে পারবেন {(এক্সিম ব্যাংক লিমিটেড A/c # 07511100038412, 06113100002042, 00211100271769), (মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড A/c # 114013119503633)}, বিকাশ (Merchant # 01302690340), নগদ (Merchant # 01302690340) ও রকেট (Bill ID: 2944) এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন (payment manual at httpss:/blog.diu.ac). এক্ষেত্রে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর কমিশন বাবদ খরচ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বহন করবেন। ফি জমা দেয়ার সময় শিক্ষার্থীগণ তাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষের ছয় ডিজিট অবশ্যই রেফারেন্স হিসাবে উল্লেখ করবেন।


ব্যাংক বা অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীগণ ফি জমা দেয়ার পর নিজের নাম, বিভাগ, ব্যাচ, সেমিস্টার, রেজিঃ নম্বরের শেষের ছয় ডিজিট ও জমার রশিদ/ডকুমেন্ট সহ নিজ ক্যাম্পাসের হিসাবরক্ষণ কর্মকর্তাকে ম্যাসেজ করে জানাবেন। অবশ্যই জমার রশিদ/ডকুমেন্ট সংরক্ষণ করবেন। ফি জমা দেয়ার সময় শিক্ষার্থীগণ তাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষের ছয় ডিজিট অবশ্যই উল্লেখ করবেন।


শিক্ষার্থীগণ ক্যাম্পাসেও হিসাব শাখায় ফি জমা দিতে পারবেন। শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য ক্যাম্পাস সমূহে হিসাবরক্ষণ কর্মকর্তাগণ সকাল ১০.০০ – বিকাল ৩.৩০ পর্যন্ত উপস্থিত থাকবেন।


হিসাব শাখার কর্মকর্তাগণঃ

গ্রীণরোড ক্যাম্পাসঃ জনাব মোঃ নাজমুল হোসেন,মোবাইলঃ 01714550816, জনাব মোঃ আল- আমিন, মোবাইল-01914219070
বনানী ক্যাম্পাসঃ জনাব মোঃ আব্দুর রহিম, মোবাইল-01600201660, 01716839468
সাতারকুল ক্যাম্পাসঃ জনাব মোঃ মোমিনুল ইসলাম, মোবাইলঃ 01734709285


উল্লেখ্য, কর্তৃপক্ষ গভীরভাবে অনুভব করেন করোনা সংকটের কারণে অনেক শিক্ষার্থী সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্তৃপক্ষ শিক্ষার্থীর স্বার্থের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহানুভূতির সাথে সকল বিষয় বিবেচনা করবেন।


ইউনিভার্সিটিকে গতিশীল রাখার জন্য শিক্ষাক্রম ও শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয় সেজন্য সকল শিক্ষার্থীকে অনলাইন অংশ গ্রহনের মাধ্যমে সেমিস্টার ফলাফল মূল্যায়নে সুন্দর দৃষ্টান্ত স্থাপনের জন্য সকলকে অনুরোধ জানানো হলো।


কর্তৃপক্ষের নির্দেশক্রমে,অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম

রেজিস্ট্রার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি